গ্রামীন চিকিৎসকদের সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া(পি.এম.পি.এ.আই.) ও অল ইন্ডিয়া মেডিকেল সার্ভিস সেন্টার(এ.আই.এম.এস.সি.)”র যৌথ উদ্যোগে আজ মেছেদা বিদ্যাসাগর স্মৃতিভবনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মেডিকেল সার্ভিস সেন্টারের সহঃ সভাপতি সার্জেন্ট ডাঃ অনুপ মাইতি ও ডাঃ বিশ্বনাথ পড়িয়া।
কর্মশালা পরিচালনা করেন প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার কোর্সের কো অর্ডিনেটর ডাঃ তিমিরবরণ দাস। কর্মশালায় গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন দাবি দাওয়া সহ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার কোর্স সম্পর্কে বিস্তৃত আলোচনা হয়।
Author: ekhansangbad
Post Views: ১০৩