পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একদা অনুগামী খেজুরির প্রাক্তন বিধায়ক শুভেন্দু অনুগামী রণজিৎ মন্ডল।
বেশ কিছুদিন রাজনীতির আঙিনা থেকে দূরে ছিলেন রণজিৎ বাবু।রবিবার কাঁথির সেচ বাংলোতে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ, কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি ও রণজিৎ বাবুর একান্ত বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে।
তা হলে কি আবারো ঘাসফুল শিবিরে দেখা যাবে খেজুরির প্রাক্তন বিধায়ক কে !
কোন পক্ষই এই বিষয়ে স্পষ্ট করে কিছু না বলেও ঘনিষ্ট সুত্রে জানা গেছে খুব শীঘ্রই তৃনমূলে সক্রিয় ভাবে ফিরতে চলেছেন রঞ্জিত মন্ডল। গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দুর আমন্ত্রনে বিজেপিতে যোগ দিতে গেলেও কর্মীদের ক্ষোভের জেরে বিজেপিতে যোগদান করতে পারেন নি ।
তারপর থেকেই নিষ্ক্রিয় ছিলেন রঞ্জিত মন্ডল।আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে জোড়াফুলের পতাকায় ফের রঞ্জিত মন্ডল সক্রিয় হবেন বলে সুত্রের দাবি।