Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত সূচনা করেছে ইলেকট্রো হোমিওপ্যাথি ।।

ইন্দ্রজিৎ আইচ :- সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞানের অগ্রগতির যেমন প্রসার লাভ করেছে ঠিক তার পাশাপাশি আধুনিক চিকিসায় ইলেকট্রো হোমিওপ্যাথি রোগ নিরাময়ে এক নতুন দিগন্ত সূচনা করতে চলেছে। চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ন নিরাপদ এবং পাস্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা ক্ষেত্রে এক নতুন উদ্যোগ হলো এই ইলেকট্রো হোমিওপ্যাথি।

যেটা আজ থেকে বহু বছর আগে বিদেশে এক বিখ্যাত ইটালিয়ান বিজ্ঞানী কাউন্ট সিজার মেথি এই
অভিনব চিকিৎসার আবিষ্কার করেন। আজ সেই বিজ্ঞানী র ২১৪ তম জন্মদিন উপলক্ষে ইনস্টিটিউট অফ ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিক্যাল সায়েন্স এন্ড রিসার্চ সেন্টার তাদের যাদবপুর কার্যালয়ে একটি সারাদিন ব্যাপী সেমিনারের আয়োজন করে।


এই সংস্থার প্রিন্সিপাল ডাঃ কৌশিক গড়াই জানালেন এই ইলেকট্রোহোমিওপ্যাথিকে অন্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় স্তরে এখন ও সম্পূর্ন রূপে চিকিৎসা বিজ্ঞানের অন্তভূক্ত করা হয়নি। গোটা দেশ ইলেকট্রো হোমিওপ্যাথি কে সার্বিকভাবে চিকিৎসা পদ্ধতি হিসাবে প্রয়োগ করার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের এই সংস্থা।


এই সংস্থার সম্পাদক ডাঃ সুশান্ত চট্টোপাধ্যায় জানালেন যে কোনো রোগীর সাধারণত পেটের সমস্যা, স্পাইনাল ডিসঅডার, মহিলাদের বিভিন্ন সমস্যা এই ইলেকট্রো হোমিওপ্যাথি চিকিৎসায় নিরাময় হয়। আজ এই সেমিনার এবং সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন ডাঃ ধীমান মজুমদার, এছাড়া ছিলেন ডাঃ শুভশ্রী দাস, ডাঃ রিঙ্কু
মল্লিক, ডাঃ বিশ্বজিৎ মান্না, ডাঃ এ পি মৌর্য, ডাঃ অর্জুন সিং, ডাঃ কৌশিক চট্টোপাধ্যায়, ডাঃ অয়নদ্বীপ মালাকার সহ বেশকিছু ডাক্তার।

সেমিনারে ১০০ জন এর বেশি ডাক্তার মানব দেহের বিভিন্ন শারীরিক সমস্যা ও ইলেকট্রো হোমিওপ্যাথি সেখানে কি ভূমিকা তাই নিয়ে আলোচনা হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read