ইন্দ্রজিৎ আইচ :- কুমার শানু ও মোনালিসা মুখোপাধ্যায় এই দুই শিল্পীর যৌথ দুটি রোমান্টিক বাংলা গান আগামী ভ্যালেন্টাইন্স ডে দিন প্রকাশিত হতে চলেছে। গান দুটি হলো “একলা এক মনের সাথে ও তোর ওই চোখ রঙিন আকাশ”।
সম্প্রতি ভিআইপি রোড সংলগ্ন লেক টাউন এর পি আর ও স্টুডিও তে কুমার শানু ও মোনালিসা মুখোপাধ্যায় এই দুই শিল্পী এই দুটি গান রেকর্ড করলেন। কুমার শানু জানালেন আমি যখন নতুন ছিলাম কেউ আমায় সুযোগ দেয়নি। আমি লড়াই করে নিজের জায়গা করে নিতে পেরেছি। কিন্তু সবাই সেটা পারে না, তাই আমি সব সময় নতুন শিল্পীদের সুযোগ করে দি। নতুন শিল্পীদের সাথে আমার গান
করতে খুব ভালো লাগে। মোনালিসার গলা ভালো। ও ভালো গায়। আমি আশাবাদী যে এই গান দুটি সকলের ভালো লাগবে। মোনালিসা জানালেন আমি যে শানুদার সাথে গাইতে পারলাম এটাই আমার জীবনে বিরাট ব্যাপার । নিজের মতন করে গেয়েছি। বাকি টা শ্রোতা ও দর্শক দেখবে, বিচার করবে।
এই গানের কথা -.সুর করেছেন পল্লব ও গৌতম। তারা এক সাংবাদিক সন্মেলনে জানালেন শানু দা আমাদের কথায় সুরে এর আগেও গেয়েছে। আবার ও গাইলো। সামনেই ভালোবাসার দিন ১৪ ই ফেব্রুয়ারি । ওই দিন
মুক্তি পাবে এই দুটি মিউজিক ভিডিও।