পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী-১ ব্লকের বীরবন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে বিজেপির মেরুকরণের রাজনীতি ও সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা রোধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এক বিশাল মিছিল অঞ্চল পরিক্রমা করে ও বীরবন্দ বাজারে পথসভা আয়োজিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অভিজিৎ দাস, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক নওসেদ আলি,অরবিন্দ দাস,জালাল উদ্দিন খাঁন,সেক মমরেজ আলি, নব কলা, চন্দন মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ।
প্রসঙ্গতঃ গত কয়েকদিন আগে বীরবন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেস এসসিআএসটি সেলের সভাপতি চন্দন মন্ডল বিজেপি মদতপুষ্ট সমাজবিরোধীদের হাতে আক্রান্ত হন। তারই প্রতিবাদে ও জননেত্রী মমতা বন্দ্যোপাধয়ায়ের জনমুখী বিভিন্ন প্রকল্পকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচী র সার্থক রূপায়ণের লক্ষে আজকের কর্মসূচী রূপায়িত হয়।
পথসভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অভিজিৎ দাস, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, সেক নওসেদ আলি, জালালুদ্দিন খাঁন,অরবিন্দ দাস প্রমুখ নেতৃবৃন্দ। জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অভিজিৎ দাস বিজেপির সন্ত্রাস ও বিভেদের রাজনীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। জেলাপরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে। পেট্রোল, ডিজেল সহ বিভিন্ন পেট্রোপণ্যের দাম আকাশছোঁয়া। দ্রব্যমূল্যবৃদ্ধি লাগামছাড়া। সরকারী সম্পদ কে জলের দামে বিক্রি করা হচ্ছে। বেকারীর জ্বালায় প্রাণ ওষ্ঠাগত। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রাপ্য লক্ষাধিক কোটি টাকা নানা অছিলায় আটকে রেখে রাজনৈতিক চক্রান্তে লিপ্ত। ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ঘোরাতে ঘৃণা, বিদ্বেষ ও অসহিষ্ণুতার রাজনীতির আশ্রয় নিয়েছে বলে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন। এসবের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মামুদ হোসেন।