25 লক্ষ টাকা ও কয়েক লক্ষ টাকার গয়না ডাকাতি।
রামনগর 1 নম্বর ব্লকের অন্তর্গত বাধিয়া অঞ্চলের সন্তেস্বরপুর কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর সকালবেলায় হয়ে গেল বড় মাপের ডাকাতি। ম্যানেজার ও স্টাফেদের রীতিমত বন্ধুক ও ছুরি দেখিয়ে ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটলো সাত সকালেই।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ম্যানেজার জানান প্রতিদিনের মতো সকাল সাতটায় সমিতি খুলে হঠাৎ করে পৌনে নটা নাগাদ দুজন দুষ্কৃতী এসে হঠাৎ করেই তার মাথায় বন্দুক ঠেকায় ও টাকা দাবি করে। নগদ ২৫ লক্ষ টাকা ও কয়েক লক্ষ টাকার গয়নার প্যাকেট নিয়ে চম্পট দেয় ওই ডাকাত।
একজন গ্রাহকের মোবাইল ও কয়েকজন স্টাফেদের মোবাইল চুরি করেছে বলে জানাচ্ছে সমিতি কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে রামনগর থানার পুলিশ।
Author: ekhansangbad
Post Views: ৭৯