পূর্ব মেদিনীপুরের মেছেদায় আগুনে পুড়ে মৃত্যু হল বাবা ও মেয়ের ।মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাত্রে রেল ব্রীজের নীচে একটি বস্তিতে।
জানা গিয়েছে, আন্দুলিয়া বাজার লাগোয়া বেশ কয়েকটি ঝুপড়ি রয়েছে। সেখানে মঙ্গলবার গভীর রাতে রান্না চলাকালীন আগুনের ফুলকি থেকে এক ঝুপড়িতে আগুন লেগে যায়।এরপর সেই আগুন পাশের বাজারেও ছড়িয়ে পড়ে । সেখানকার একটি দোকানে ঘুমোচ্ছিলেন গোকুল বর ও তার মেয়ে মল্লিকা ।আগুন লেগেছে, তা বুঝতে পেরে তাঁরা বেরনোর চেষ্টা করেন। কিন্তু ছোট্ট দোকান থেকে বেরনোর রাস্তা পাননি। ফলে সেখানেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান দু’জন। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তাঁদের বাঁচাননো যায়নি।
৫০ বছর বয়সী গোকুল বর ও তাঁর ১৭ বছরের মেয়ে মল্লিকার মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে।আহত হয়েছে আরো অনেকে।স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রান্নার আগুন থেকেই সর্বনাশা কাণ্ড ঘটেছে। বাড়িঘর, দোকানঘর পুড়ে গেছে।
খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধূরী,জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সহ অন্যান্য আধিকারীকেরা।দুর্ঘটনাগ্রস্থদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে বলে জানা গেছে।