Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। মেছেদায় অগ্নিকাণ্ডঃ পরিদর্শনে মৎস্য মন্ত্রী ও জেলাশাসক ।।

প্রদীপ কুমার মাইতি :- মঙ্গলবার গভীর রাত্রে রেল ব্রীজের নীচে বস্তিতে অগ্নিকান্ড স্থল পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি।

বুধবার দুপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে বাসাহীন মানুষদের সাথে কথা বলেন এবং আগুনে পুড়ে যাওয়া ঝুপড়ি বাড়ির বাসিন্দাদের হাতে বস্ত্র এবং রান্নার সরঞ্জাম তুলে দিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী।


জেলাশাসক পূর্ণেন্দু মাঝি আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ঘুরে ঘুরে দেখেন এবং বাসাহীন মানুষদের জন্য অস্থায়ী ভাবে থাকার ব্যবস্থা করেন পাশাপাশি তাদের হাতে বস্ত্র ও রান্নার সরঞ্জাম তুলে দেন।

তিনি বলেন ওদের সব থেকে বড় ক্ষতি হয়েছে সরকারি যে কাগজপত্র থাকে, আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ বিভিন্ন কাগজপত্র পড়ে ছাই হয়ে যায়, বৃহস্পতিবার থেকে বিডিও অফিসের সমস্ত অফিসারেরা এই মাঠে ক্যাম্প করে তাদের কাছ থেকে সমস্ত নাম পরিচয় জেনে দশদিনের মধ্যে নতুন করে সমস্ত কাগজপত্র তৈরি করে দেওয়া হবে। একটা সরকারি জায়গা খুঁজে তাদের স্থায়ীভাবে কিভাবে রাখা যায় সেই ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read