রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির অভিযোগ মত আবাস যোজনার তদন্ত করতে এসেছেন তাঁরা।বৃহস্পতিবার নন্দকুমারে এক গ্রামে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দলের সদস্যের স্বীকারোক্তি রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলায় আবাস যোজনার তদন্তে এসেছে কেন্দ্রীয় দল।বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পড়লো । এদিন সফর শুরু হয় নন্দকুমার এলাকায় কুমারচক গ্রাম থেকে।
জানা গেছে কেন্দ্রীয় দল গতকাল দেখেছে আবাস পাওয়ার যোগ্য,তারা পেয়েছে কিনা ।আর আজকে দেখছেন যাদের বাড়ি আছে তারা পুনরায় পেয়েছে কিনা। এই পরিস্থিতিতে নন্দকুমারে গ্রামে পরিদর্শনে এসে বিজেপি কর্মীদের সাথে বাগ বিতন্ডাতে জড়িয়ে পড়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের এর সাথে বিজেপি কর্মীদের বাকবিতন্ডা চলার সময়ে আচমকা কেন্দ্রীয় প্রতিনিধি সদস্য বলেন শুভেন্দু অধিকারী ও আপনাদেরই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করছি। বিজেপি কর্মীদের কেন্দ্রীয় প্রতিনিধিদলের আশ্বস্ত করার ঘটনাটা এলাকাবাসীর নজরে আসতেই এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃস্টি হয় ।
যদিও পরে এই সমস্ত ঘটনা নিয়ে কেন্দ্রীয় দল বা জেলা প্রশাসনের কর্তা ব্যাক্তিরা মুখ খুলতে চান নি ।