বর বিয়ে করতে কনের বাড়ির দিকে যাওয়ার পথে উল্টে গেল বরযাত্রী বাস ।পূর্ব মেদিনীপুর জেলার
পাঁশকুড়া থানার জিঁয়াদা গ্রাম এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে বরযাত্রী বোঝাই বাসে ২২ জন যাত্রী ছিলেন। প্রায় সকলেই জখম হয়েছেন। তার মধ্যে আবার কয়েকজনের আঘাত গুরুতর। তাঁদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।
বরযাত্রী বোঝাই বাসটি ঠিক কী ভাবে উল্টে গেল তা এখনও স্পষ্ট নয়। অনেকে বলছেন রাস্তার উপরে টাওয়ার ভেঙে পড়েছিল । বাসটি জাতীয় সড়কের উপর গতিতে ছিল । বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই টাওয়ারের উপরে উঠে যায় । এর কারনেই বাসটি নিয়ন্ত্রন রাখতে না পেরে উল্টে যায় । জানা যায় বাসটি কলকাতা থেকে দাসপুরে বিয়ে বাড়িতে যাচ্ছিল । নিহতর কোন খবর না থাকলেও গুরুতর যখন বেশ কয়েকজন ।
Author: ekhansangbad
Post Views: ১৫৭