মহাপ্রভুর অন্ন মহোৎসবের প্রসাদ খাওয়ানোর নাম করে বাড়িতে ডেকে ন’বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল।অভিযুক্ত সম্পর্কে নাবালিকার জেঠু । জানা গেছে ঘটনার পর থেকেই বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত করন নায়ক । নক্কারজনক এই ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের কানপুরে।
গতকাল বিকেলে রামনগরের দেপাল গ্রাম পঞ্চায়েতের কানপুর গ্রামের বাসিন্দা এই নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। সেই সময়ে বাড়িতে কেউ ছিলোনা।এর সুযোগ নিয়ে তাকে ধর্ষন করে ।বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা।তখনই ঘরের লোকেরা ঘটনাটা জানতে পারে ।
এর পর নির্যাতিতা ওই নাবালিকাকে বালিসাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
রামনগর থানায় করণ নায়ক সহ আরও দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।দেপাল অঞ্চলের প্রধান অনুপ কুমার মাইতি এই বিষয়ে অপরাধীর শাস্তির দাবি করেন।
এই বিষয় নিয়ে রামনগরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।প্রকৃত দোষীর শাস্তি দাবি করছেন প্রত্যেকেই।অপরদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে রামনগর থানা পুলিশ অভিযুক্ত করন নায়কের স্ত্রী রীতা নায়ককে গ্রেফতার করেছে।