Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। ৩১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি চলবে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ।।

ইন্দ্রজিৎ আইচ :- বইমেলা মানেই বই পড়া, বই কেনা এর নিজের প্রিয়জনদের বই উপহার দেওয়া। আগামী
৩০ জানুয়ারি থেকে সল্টলেক সেন্ট্রাল পার্ক এ হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগামী ৩০ জানুয়ারি এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।থাকবেন স্পেনের মন্ত্রী মারিয়া খোসে, গালবেজ সালভাদর, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীবর্গ ও বাংলার কবি লেখক ও গুনিজনরা।


৪৬ তম বইমেলায় এবারের ফোকাল থিম কান্ট্রি স্পেন।২০০৬ সালে বইমেলার থিম কান্ট্রি ছিলো স্পেন। এবারের বইমেলা প্রাঙ্গণ এর লোগোটি অঙ্কন করেছেন বিখ্যাত চিত্রকর শুভাপ্রসন্ন।

পার্ক হোটেলে এক সাংবাদিক সম্মেলনে বইমেলার সাধারণ সম্পাদক ত্রিদিপ চট্টোপাধ্যায় জানালেন গত ২০২২ সালে সেন্ট্রাল পার্কে বই মেলায় এসেছিলেন ২২ লক্ষ্য বইপ্রেমী মানুষ। বই সেল হয়েছিলো ২৩ কোটি টাকার।


এবারের বইমেলা হবে আরো আকর্ষণীয়। থাকছে ৯ টি তোরণ, এর মধ্যে থাকছে স্পেনের তোলেদো গেটের আদলে একটি তোরণ থাকছে বিশ্ব বাংলা গেট এবং শত বর্ষ উপলক্ষে অগ্নিবীণা গেট সহ আরো কিছু গেট।


মেলায় আসা যাওয়ার জন্যে সরকারি পরিবহন দপ্তর অতিরিক্ত বাস চালাবে, থাকছে মেট্রো পরিষেবা। মাইকেল মধুসূদন দত্ত ও প্যারিচরণ সরকার এর নামে থাকছে দুটি হল, লিটিল ম্যাগাজিন এর তোরণ থাকছে লেখক ও সম্পাদক রমাপদ চৌধুরীর নামে।থাকছে তরুণ মজুমদার ও মৃণাল সেন এর নামে দুটি মুক্ত মঞ্চ।

রাজ্য সরকারের বন দপ্তর এর পরিবেশ বান্ধব রা বিশেষ সাহায্য করছে।মেডিক্যাল সয়ায়তা করবে পিয়ারলেস হসপিটাল। সি ই এস সি সাহায্য করবে অ্যান্ড্রয়েড অ্যাপ এবং তারা এবার সৃষ্টি সন্মান দেবে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে।

এই বইমেলায় সরাসরি ও যৌথভাবে ২০ টি দেশ অংশ নিচ্ছে। এই প্রথমবার অংশ নিচ্ছে থাইল্যান্ড। সাংবাদিক সন্মেলনে বইমেলার সভাপতি সুধাংশু শেখর দে জানালেন প্রায় ৭০০ স্টল হবে বই মেলায়। থাকছে ২০০ টি মতন লিটিল ম্যাগাজিন স্টল।এর মধ্যে অনেক নতুন প্রকাশন বই মেলায় অংশ নেবে।


বইমেলায় প্রতিদিন হবে লটারি, প্রতিদিন ১৫ জন ভাগ্যবান বিজেতা প্রত্যেকে পাবেন মেলা থেকে বই কেনার জন্যে ১০০০ টাকার অর্থাৎ ১৫০০০ হাজার টাকার বুক গিফ্ট কুপন। থাকবে বই কিনুন লাইবেরি জিতুন। এবার মেলাতে থাকবে বই বাম্পার লটারি। বেশ কয়েকজন ভাগ্যবান বিজেতা পাবেন ২৫০০০/- টাকার বুক গিফ্ট কুপন। নবম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল বইমেলায় অনুষ্ঠিত হবে ৩১ থেকে জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

সব মিলিয়ে জমে উঠবে শীতের মরশুমে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।পার্ক হোটেলে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন ভারতে স্পেনের রাষ্টদূত খোষে মারিয়া রিদাও দোমিন গেজ। ছিলেন শ্রীবেন্দু ভট্টাচার্য, মিলিন্দ দে, সুদীপ্ত দে, যোগেশ তান্না সহ গিল্ডের অনেক সদস্য । সব মিলিয়ে জমে উঠতে চলেছে ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read