দু দিনের দিবা-রাত্রি এ বি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল । পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে এই প্রতিযোগিতা হিচ্ছে।
বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়েছে শনিবার বিকেলে। বাজকুল ইউনাইটেড ফোরাম, বাজকুল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট ও টিম রবিন মন্ডল আয়োজিত এই টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, ভগবানপুর এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ মন্ডল, ভগবানপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্ধেন্দুশেখর মাইতি, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দাস, রবীনচন্দ্র মন্ডল সহ বহু বিশিষ্ট মানুষেরা।
সাদা পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন কারা মন্ত্রী অখিল গিরি।প্রতিযোগিতায় ১৬টি টিম অংশ গ্রহন করেছে।
Author: ekhansangbad
Post Views: ৯১