পঞ্চায়েত নির্বাচনে আগে নন্দীগ্রামে উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠলো রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে।অভিযোগ করেছে শাসক দল তৃনমূল।শাসক দলের অভিযোগ এলাকা জুড়ে লাগানো দলীয় পতাকা রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়ে গেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।
জানা গেছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের কাজকর্ম আরো ভালো ভাবে করতে গত শনিবার নন্দীগ্রাম ১ নং ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চৌমুখিতে তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছিল।সেই উপোলক্ষ্যে সারা এলাকা জুড়ে শাসক দলের ফ্ল্যাগ-ফেস্টুন লাগানো হয়েছিলো।
অভিযোগ রবিবার গভীর রাত্রে কে বা কারা সেই সকল পতাকা-ফেস্টুন-ফ্ল্যাগ-ব্যানার ছিঁড়ে ফেলে দিয়ে গেছে।সোমবার সকালে এই ঘটনাটা নজরে আসতেই এলাকায় উত্তেজনা তৈরী হয় ।
তৃনমূলের অভিযোগ এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরী করতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কান্ড ঘটিয়েছে।তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপি।