সোমবার শিল্পনগরী হলদিয়ার সুতাহাটা আজাদ হিন্দু যুবভারতী ক্রীড়াঙ্গন প্রাঙ্গণে হলদিয়া বইমেলা-র উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশন আশ্রম বেলুড় মঠের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ।এর আগে বিভিন্ন লোকশিল্পী ও প্রায় দেড় হাজার পড়ুয়া ছাত্র -ছাত্রীদের নিয়ে বর্ণাট্য শোভাযাত্রা হয় ।বর্ণাঢ্য শোভাযাত্রাটি সুতাহাটা রথতলা থেকে শুরু হয় ।
হলদিয়া বইমেলার প্রথম বর্ষের উদ্বোধনী মঞ্চে স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজী, হলদিয়া মহকুমা শাসক ও পুরপ্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়,ইন্ডিয়ান কর্পোরেশন হলদিয়া রিফাইনারির চিফ জেনারেল ম্যানেজার ও প্লান্ট হেড অতনু সান্যাল , সুতাহাটা ব্লকের বিডিও আসিফ আনসারী, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জুমা বিবি প্রমূখ।
সাত দিন ধরে বইমেলা চলবে। উদ্বোধনী মঞ্চে জেলাশাসক বক্তব্য দিতে গিয়ে বলেন এই জেলার পড়াশোনার দিক থেকে সুনাম রয়েছে রাজ্যের মধ্যে প্রথম। কিন্তু নাবালিকার বিয়ে ক্ষেত্রে এ জেলা অন্যান্য জেলার চেয়ে অনেক এগিয়ে রয়েছে। এই জেলাতে অর্থাৎ পূর্ব মেদিনীপুরে সবচেয়ে নাবালিকার বিয়ে বেশি হচ্ছে ।এই নাবালিকাদের বিয়ে যাতে না হয় । সবাইকে একসাথে সতর্ক হতে হবে। মহিলাদেরকে বুঝাতে হবে এবং তাদেরকে ভালবাসতে হবে। এটাই আমাদের সকলেরই প্রধান কাজ। নারী সমাজকে ভালবাসলে, সুখে থাকতে দিলে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তিনি আরও বলেন ,বই আমাদের পরম বন্ধু । বইয়ের বিকল্প আর কোন কিছু হয় না । বই একমাত্র পারে মানুষকে সচেতন করতে এবং ভালবাসতে।