পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন করে উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে।গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা তৈরী হয়েছে।মৃতের নাম দিব্যেন্দু মন্ডল (৪২ )।ঘটনাটা নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার ডি জামতলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে দিব্যেন্দু মন্ডল গুলিবিদ্ধ অবস্থায় বাড়ির পাশে রাস্তায় পড়ে ছিলেন।এই অবস্থায় যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পরিবারের লোকেদের জানায়।তাঁরাই রক্তাক্ত অবস্থায় দিব্যেন্দুকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।
এই যুবককে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।
Author: ekhansangbad
Post Views: ৭৪