ইন্দ্রজিৎ আইচ :- ম্যাগমা ক্রিয়েশন নিবেদিত এবং প্রদীপ বিশ্বাস পরিচালিত নতুন ছবি দহন বেলায় ডোম মুক্তি পেতে চলেছে সম্প্রতি। ঠিক তার আগে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সন্মেলনে মুক্তি পেলো ছবির ট্রেলার।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক
চিত্রা মজুমদার ও মধুমিতা বিশ্বাস। ছিলেন ছবির নির্দেশক প্রদীপ বিশ্বাস, ছবির সংগীত পরিচালক অশোক ভদ্র, অভিনেতা অনিন্দপুলক ব্যানার্জী, ছবির নায়িকা মেগমা মজুমদার, দেবা ব্যানার্জী, অনিমেষ বিশ্বাস , সুপ্রতিম সাহা সহ আরো অনেকেই।
পরিচালক প্রদীপ বিশ্বাস জানালেন এই ছবির কাহিনী চিত্রনাট্য আমার।অভিনয় করেছেন অন্যান্য চরিত্রে স্বান্তনা বসু, দেবাশিস গাঙ্গুলি, জয়ন্ত দে । ২০১৯ সালে এই ছবির শুটিং হয়।কিন্তু কভিড এর কারণে এতদিন ছবিটা মুক্তি পায়নি। এবার মুক্তি পাচ্ছে।
Author: ekhansangbad
Post Views: ৮৪