খাড় হাইস্কুলের দুই দিনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মঙ্গলবার সমাপ্তি হলো । বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা সোমবার শুরু হয়। বিধায়ক উত্তম বারিক প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সোমবার। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ- এর বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনালকান্তি দাস। খাড় হাইস্কুলের বিশিষ্ট প্রধান শিক্ষক কমলকুমার পণ্ডা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে শিক্ষারত্ন সম্মানের পঁচিশ হাজার টাকা বিদ্যালয়ের একটি তহবিল গঠনে দান করলেন। উল্লেখ্য ২০২২ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করে।
২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উদযাপনের মধ্য দিয়ে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন পটাশপুর ২ ব্লকের বি.ডি ও শঙ্কু বিশ্বাস, পটাশপুর দক্ষিণ চক্রের এস.আই রানা দেবনাথ এবং বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পশুপতি মাইতি, খাড় ৩ নম্বর অঞ্চলের উপ প্রধান অশোক মাইতি, বিশিষ্ট সমাজকর্মী দুর্গাপদ পাহাড়ী প্রমুখ।
প্রধান শিক্ষক কমলকুমার পণ্ডা জানান তাঁর স্বর্গীয় পিতা মাতার স্মৃতি সম্মানে সুধীর-বিন্দুবাসিনী পুরস্কারের জন্য এই তহবিল আজ থেকে গঠন করা হল। এই তহবিলের অর্থ প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতির হাতে তুলে দেন। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীপদ প্রধান, বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান প্রদীপ পাত্র প্রমুখ। দুই দিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নাচ গান আবৃত্তি , নৃত্য নাট্য ও নাটক পরিবেশন করে । এলাকার মানুষজনের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন বিদ্যালয়ের শিক্ষক রঞ্জন প্রধান এবং উত্তম পাত্র।