প্রদীপ কুমার সিংহ:- পাওয়ার লিফটিং অফ ওয়েস্ট বেঙ্গল এর প্রতিযোগিতায় বারুইপুরে ৩ প্রতিযোগী অংশগ্রহণ করেছিল বিভিন্ন বিভাগে।
রবিবার দিন হুগলি জেলা অন্তর্গত উত্তর পাড়াতে এই প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় বারুইপুরে তিনজন প্রতিযোগী বিভিন্ন বিভাগের অংশগ্রহণ করেছিল।
বারুইপুর থানার অন্তর্গত মাস্টার পাড়ায় বাড়ি সোমা সরকার রায়,তিনি ৮৪ কেজি বিভাগে ১৪৫ কেজি ওয়েট লিফটিং করে প্রথম স্থান দখল করেছেন।
নিবেদিতা ভঞ্জ বাড়ি বারুইপুর এলাকায়,৫৯ কেজি বিভাগে ৮৫ কেজি ওয়েট লিফটিং করে দ্বিতীয় স্থান দখল করে।
বারুইপুর এলাকায় বাড়ি তন্ময় চক্রবর্তী ১০৫ কেজি বিভাগে ২১৭ ‘৫ কেজি ওয়েট লিফটিং তুলে দ্বিতীয় স্থান দখল করে।
এই তিন প্রতিয়োগী আগামী দিনে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জাতীয় প্রতিযোগিতা হবে আগামী মে মাসে, তামিলনাড়ুতে। এই তিন প্রতিযোগী আগে কোনদিন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। তবে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ চান্স পাওয়ায় তারা খুবই খুশি হয়েছেন।
তারা সাংবাদিককে বলেন আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। যাতে এই প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হতে পারি। তবে এই প্রতিযোগীদের মধ্যে সোমা সরকার রায় এক বছর ধরেই প্র্যাকটিস করছে। এই তিনজনেই বারুইপুর কদম ফিট এন্ড ফাইনে প্র্যাকটিস করেন।