Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। উন্মেষ কালিকাপুর এর ৩২ তম নাট্য উৎসব ।।

কেকা মিত্র :- প্রতি বছরের মতন এবারেও তিন দিন ধরে চড়কডাঙার নেতাজি সংঘে অনুষ্ঠিত হলো “উন্মেষ কালিকাপুর” এর ৩২ তম নাট্য উৎসব । এই উৎসব চলেছিলো তিনদিন ধরে।

উৎসবের উদ্বোধন করেন মহিষাদল শিল্পকৃতির নির্দেশক সুরজিৎ সিংহ, ময়না অন্য ভাবনা নাট্য দলের নির্দেশক সুকান্ত চক্রবর্তীএবং উন্মেষ কালিকাপুর এর সভাপতি তুলসী ঘোষ।

প্রথমদিনে মঞ্চস্থ হয় মহিষাদল শিল্পকৃতির নাটক সেই স্বপ্নপুর,ময়না অন্য ভাবনার নাটক ভৌতিক ও হুগলী ব্যান্ডেল এর নান্দনিক এর নাটক প্রবহমান।

দ্বিতীয়দিন মঞ্চস্থ হয় আসানসোল পশ্চিম বর্ধমান এর নাট্য সেনার নাটক সামনে এসো,কৃষ্ণনগর সিঞ্চন নদীয়ার নাটক দূরবীন। এই দিনের শেষ নাটকটি ছিলো উন্মেষ কালিকাপুর ( দক্ষিণ ২৪ পরগনার) নাটক” ড: ওথেলো “। এই নাটকের নাট্যকার ও নির্দেশক হলেন আশিষ সরদার।


উৎসবের শেষ দিনে মঞ্চস্থ হয় সংস্থিতি চন্দননগর হুগলির নাটক ওয়ান – নাইন – টু – ফাইভ।
এরপর পরিবেশিত হয় কলকাতার রানীকুঠি জিয়ন কাঠির নাটক আত্মরতি ।তৃতীয়দিন এর উৎসবের শেষ নাটক টি ছিলো উন্মেষ কালিকাপুর (দক্ষিণ ২৪ পরগনার) নাটক হলো । ” স্বপ্নের ছবি “।এই নাটকের নাট্যকার ও পরিচালক হলেন আশিষ সরদার।

সবমিলিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো ৩২ তম উন্মেষ কালিকাপুর এর এই নাট্য উৎসব ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read