Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। শশ্মান চুরীর মামলা থেকে রেহাই পেলেন না সৌমেন্দু অধিকারী ।।

রাঙামাটি স্টল দুর্নীতি মামলায় অস্বস্তিতে পড়লেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু অধিকারী।

কাঁথি শহরের রাঙামাটি শ্মশানের বাস্তুর চরিত্র বদল করে শ্মশানের জমিতে স্টল তৈরি করা হয় বলে অভিযোগ ওঠে। একইসঙ্গে অভিযোগ, সেই স্টল লাখ লাখ টাকায় বিক্রি করা হয়। কিন্তু সেই টাকা পুরসভার কোষাগারে জমা পড়েনি বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতেই থানায় অভিযোগ দায়ের হয়। দুর্নীতিতে নাম জড়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর।

মঙ্গলবার আদালতে ছিল সেই সংক্রান্ত মামলার শুনানি। প্রসঙ্গত কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল মান্না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সুবল মান্নার অভিযোগ ছিল, যে সময় এই দুর্নীতি হয়, সে সময় কাঁথি পুরপ্রধান ছিলেন সৌমেন্দু অধিকারী। সঙ্গে অভিযুক্তের তালিকায় নাম জড়ায় সহকারী ইঞ্জিনিয়ার দিলীপকুমার বেরা, ঠিকাদার সতীনাথ দাস অধিকারীর।এরা গ্রেফতার হতেই এফ আই আর বাতিলের দাবি জানিয়ে কলকাতা উচ্চ আদালতে মামলা করেন সৌমেন্দু অধিকারী।



সৌমেন্দু অধিকারীর সেই এফআইআর খারিজের আবেদনে আজ সাড়া দিল না হাইকোর্ট। আদালত জানিয়েছে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে পুলিশ।একই সাথে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করবেন সৌমেন্দু, ততক্ষণ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়।আদালতের নির্দেশে আরো বলা হয়েছে, তদন্তের যে পর্যায়ে তদন্তকারী সংস্থার মনে হবে যে সৌমেন্দু অধিকারী সহযোগিতা করছেন না তৎক্ষণাৎ তাঁকে লিখিতভাবে শোকজ করতে হবে। তার ঠিক পর ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন সৌমেন্দু। সৌমেন্দু অধিকারীর জিজ্ঞাসাবাদ এবং সাক্ষ্য গ্রহণ পর্বের ভিডিও রেকর্ডিং করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read