প্রতিবছরের মতো এবছরও পটাশপুর এক ব্লকের মংলামাড়োঐকতান ক্লাবের ব্যবস্থাপনায় মেলা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন হলো ।
বৃহস্পতিবার রক্তদানের মধ্য দিয়েই এই শিবিরের উদ্বোধন করেন পটাশপুর এক ব্লকের বিডিও পারিজাত রায়। এছাড়াও এদিন ১০০ জন এতজন রক্ত তা রক্ত দান করেন এই শিবিরে। বিডিও পারিজাত রায় রক্তদানের যে গুরুত্ব সেই সম্পর্কে বক্তব্য পেশ করেন তিনি এবং সংস্থার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
এই রক্তদান শিবির সম্পর্কে আয়োজক সংস্থার চেয়ারম্যান তথা ব্লকের পূর্ত ও পরিবহন কর্মদক্ষ শেখ আব্দুল আহাদ আলী এই সংস্থা মেলার মাধ্যমে মানুষকে শুধু আনন্দ দিতে চাইনা ।অসহায় দোস্ত পরিবারের বাবা-মাদের কাছে দাঁড়িয়ে মেলায় গণবিবাহের আয়োজন করেছি।
মুমূর্ষ রোগীর পরিবার বা থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবাররা ব্লাড ব্যাংকে গিয়ে একফোঁটা রক্তের জন্য হাহাকার করেন সেই সমস্ত পরিবারের কাছে দাঁড়ানোর জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেক বছরের মত এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মংলা মারো ঐকতান ক্লাবের সম্পাদক তথা কৃষি কর্মাধ্যক্ষ মুক্তিরঞ্জন বেরা, মংলামাড়ো ঐকতান ক্লাবের সভাপতি অভিজিৎ পড়্যা, সহ অন্যান্য সদস্যবৃন্দরা।