পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার রানীচকের সতীশ সামন্ত ট্রেড সেন্টার সংহতি ময়দানে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামে সতীশ সামন্তের মূর্তিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ” হলদিয়া উৎসব “এর উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
করোনা পরিস্থিতি কাটিয়ে ফের দু’ বছর পর ফের শুরু হল হলদিয়া মেলা । এবারে হলদিয়া মেলার ফোকাস বাংলার শিল্প ও সংস্কৃতি ।মেলায় বাংলার হস্তশিল্পের সঙ্গে লোকশিল্পের বৈচিত্র তুলে ধরা হয়েছে।
হলদিয়া মেলার উদ্বোধনী মঞ্চে উদ্বোধক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী, পুলিশ সুপার অমরনাথ কে, বিশিষ্ট ফুটবল খেলোয়াড় বিদেশ রঞ্জন বোস, হলদিয়া রিফাইনারি হেড মি: অতনু সান্যাল, চন্ডিপুরের বিধায়ক তথা চলচ্চিত্র অভিনেতা সোহম চট্টোপাধ্যায়, হলদিয়ার মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, পাঁশকুড়া পৌরসভার পুরপ্রশাসক নন্দকুমার মিশ্র, হলদিয়া উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা, শ্রী অমিয় কান্তি ভট্টাচার্য, হলদিয়া উন্নয়ন পর্ষদের চিপ এগজিকিউটিভ অফিসার কোন্থাম সুধীর , হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পান্ডে হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে, হলদিয়া পুরসভার প্রাক্তন দু’জন চেয়ারম্যান সুধাংশুশেখর মন্ডল ও দেবপ্রসাদ মন্ডল প্রমূখ।
হলদিয়া পুরসভা ও হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে সরকারি আর্থিক ব্যয়ে এই মেলাটির উদ্বোধন হয়েছে। চলবে ১২ রবিবার ফেব্রুয়ারি পর্যন্ত। হলদিয়া মেলায় প্রায় ৩৫০টির বেশি বিভিন্ন ধরনের স্টল বসেছে। মেলার কয়েকটি দিনের জন্য যানবাহনের বিশেষ ব্যবস্থা রয়েছে।