পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পাশে এক সদ্যজাত শিশুর কন্যার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। শনিবার সকালে ঘটনাটা সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকাতে।উল্লেখ্য তমলুক থানার চককামিনা এলাকার ঘটনা।
স্থানীয়দের অনুমান জন্মের আগেই মায়ের গর্ভে কন্যা নাকি পুত্র আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে। এই পরীক্ষায় মেয়ে সন্তান হচ্ছে জানার পরেই মায়ের গর্ভ থেকে এই শিশুকন্যাকে আলাদা করে দেওয়া হয়েছে।তারপর রাতের অন্ধকারে সেই সদ্যজাত মৃত শিশুকন্যার দেহ রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে পরিবারের লোকেরা। এই শিশুর দেহ উদ্ধার এর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
এলাকাবাসীর থেকে তমলুক থানায় খবর পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে যায়।রাস্তার ধারে পড়ে থাকা শিশুর মৃতদেহটি উদ্ধার করে।
Author: ekhansangbad
Post Views: ৭৮