পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের পালপাড়াতে মাঘী পূর্নিমার দিন শ্রী শ্রী কৃষ্ণ বলরাম রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। পালপাড়া শ্রী হরিকিরণ আশ্রম ও পালপাড়া জনার্দন সেবা সমিতির উদ্যোগে আয়োজিত হয় হরিনাম সংকীর্তন পরিক্রমা এবং ধর্মসভা।
সাতদিন ধরেই এই ধর্মীয় উৎসব ও হরিনাম সংকীর্তন পরিক্রমা অনুষ্ঠান চলবে বলে আশ্রমের প্রধান উপদেষ্টা তথা চিস্তিপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান আনন্দ কুমার সাহু জানিয়েছেন।
এদিনের ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের উত্তম বারিক, পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পীযূষ কান্তি পন্ডা , বিশিষ্ট সমাজসেবী বিনয় পট্টনায়ক ও শেখ আব্দুল আহাদ আলি- সহ বিশিষ্টজনেরা।
Author: ekhansangbad
Post Views: ৯৯