মাঘী পূর্ণিমা উপলক্ষে বামুনিয়া সমবায় সমিতির সভাগৃহে কালি কলম মন পরিবারের কর্মকর্তা গোকূল ভূঞ্যার উদ্যোগে প্রায় শতাধিক কচিকাঁচাদের লেখা ও আঁকা শিশু কিশোর সাহিত্য কালি কলম মন পত্রিকা প্রকাশিত হয়৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব কবি অজিতকুমার জানা৷ প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষক দুর্গাপদ ভট্টাচার্য।ছিলেন আঞ্চলিক ইতিহাসকার মন্মথনাথ দাস, অধ্যাপক সুশীলরঞ্জন মাইতি প্রমুখ ৷
অনুষ্ঠানে স্বরচিতা কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত ও গুণীজনদের বক্তব্যদানে পত্রিকা প্রকাশ অনুষ্ঠানটি একটি উৎসবে পরিণত হয়৷
অনুষ্ঠানের আহ্বায়ক ও পত্রিকা প্রকাশক গোকূলচন্দ্র ভূঞ্যা সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ অনুষ্ঠানটি যুগ্মভাবে সঞ্চালনা করেন তপনকুমার দাস ও যুগলকিশোর মন্ডল ৷
Author: ekhansangbad
Post Views: ১৬০