হাওড়ার শ্যামপুরের শিবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের রবিবার নির্বাচন ছিল। সেই নির্বাচনে রামবাম জোটকে পরাজিত করেছে তৃনমুল। পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী শিবিরের কাছে এটা বড় ধাক্কা বলছে রাজনৈতিক মহল ।
জানা গেছে সমবায় সমিতির ৯ টি আসন। তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা সব আসনে মনোনয়ন দাখিল করলেও রাম বাম জোট মাত্র ৪ টি আসনে প্রার্থী দেয়। ফলে ৫টি আসনে আগেই জয়ী হয়ে সমতির পরিচালন কমিটি দখল করেছিলো শাসক দল ।
আর আজ রবিবারের নির্বাচনে বাকী সবকটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করে। অন্যদিকে এদিন নির্বাচনের ফল প্রকাশের পর এই উৎসবের আনন্দে মেতে ওঠে জয়ী প্রার্থী সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক সাঁতরা জানান এই জয় মা মাটি মানুষের জয়। বিরোধীদলের অশুভ জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে।
Author: ekhansangbad
Post Views: ১০২