পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর পাশাপাশি দুটি প্রাচীন মন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।
জানা গেছে পটাশপুর ২ ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর খাড় গ্রামে সোমবার গভীর রাতে শিব ও শীতলা মন্দিরে ঘটেছে চুরির ঘটনাটি।
মঙ্গলবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয়দের ।স্থানীয়রা দেখতে পান মন্দির দুটির দরজা ভাঙ্গা এবং বিগ্রহ গুলি অলংকার শূন্য। মুহূর্তে মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। মন্দির চত্বরে এসে জড়োহন গ্রামবাসীরা ।এই ঘটনায় গ্রামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গ্রামবাসীদের তরফে খবর দেওয়া হয়েছে । গ্রাম কমিটির সভাপতি পশুপতি মাইতি তিনি জানিয়েছেন লক্ষাধিক টাকার জিনিস চুরি গিয়েছে।
Author: ekhansangbad
Post Views: ১৩৯