Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। রাস্তা নাকি নরকঃদুর্ভোগের শিকার বাসিন্দারা ।।

রাস্তার বেহাল অবস্থা। এর জেরে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক নম্বর ব্লকের গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দাঁড়িপাটনা, গাজী পাটনা সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের দুর্দশা চরমে । অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খুবই শোচনীয়। বারবার রাস্তা সংস্কারের দাবি জানিয়েও কোন লাভ হয়নি।

এলাকাবাসীর দাবি ভোট এলে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। কিন্তু ভোটের পর সমস্যার কোন সূরাহা হয় না বলে দাবি স্থানীয় এলাকার বাসিন্দাদের।


পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার একেবারেই সীমান্তবর্তী এলাকায় গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট এবং জল নিকাসির চরম সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা। স্থানীয় পঞ্চায়েত প্রশাসন ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোন সূরাহা হয়নি বলে দাবি গ্রামবাসীদের। কবে মিটবে এই সমস্যার সমাধান সে দিকেই তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা।

প্রসঙ্গত চলতি বছরে জানুয়ারি মাসে গোকুলপুর এলাকা পরিদর্শনে এসেছিলেন মেদিনীপুরের তারকা বিধায়ক জুন মালিয়া। সেদিন জুন মালিয়া কে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় এলাকার বাসিন্দারা। তাদের দাবি ছিল রাস্তাঘাট দ্রুত মেরামতি করার। সেইমতো বাসিন্দাদের দাবি মেনেই রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছিলেন জুন মালিয়া।

কিন্তু মাসখানেক কেটে গেলেও এখনো কোনো কাজ হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এ প্রসঙ্গে গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইরানি মাইতি জানিয়েছেন, কিছু রাস্তাঘাট বেহাল অবস্থা রয়েছে। আমরা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকে জানিয়েছি অবিলম্বে রাস্তাঘাট গুলি দ্রুত মেরামতি করা হবে। কিন্তু কবে হবে রাস্তাঘাট সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read