প্রদীপ কুমার সিংহ :- সকালবেলায় এক ব্যাক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার বারুইপুর ও জয়নগর রোডের কীর্তনখোলা মহা শ্মশানের পাশে একটি রাস্তার ধারে।
স্থানীয় এক মহিলা (দোকানদার) প্রথমে রাস্তার পাশে একটি মানুষকে পড়ে থাকতে দেখে বারুইপুর থানার খবর দেয়। বারুইপুর থানার পুলিশ এসে সেই মানুষকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ সূত্রে খবর মৃত একজন পুলিশ কর্মী।নাম দিগম্বর সরেন(৪২)। বাড়ি হুগলি জেলার পান্ডুয়া এলাকায় ।আরো খবর তিনি বারুইপুর পুলিশ জেলার কর্মরত পুলিশ কর্মী ছিলেন। তার পোস্টিং ছিল বারুইপুর থানার অন্তর্গত ফুলতলার একটি পুলিশ ক্যাম্পে।
বারুইপুর থানার পুলিশ দিগম্বর বাবুর দেহটি ময়নাতদন্তে জন্যে পাঠায় এবং তার বাড়ির লোককে খবর দেয়।দিগম্বরবাবুর কিভাবে মৃত্যু হল সেই নিয়ে বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।