প্রদীপ কুমার সিংহ :- দক্ষিণ ২৪ পরগণা জেলা বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর মাদারাট রক্ষাকালী ঠাকুর মন্দিরে সংস্কারের ২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সারাদিন পূজার্চনা হয় এবং সন্ধ্যায় মায়ের মহা ভোগ প্রসাদ বিতরণ করা হয়।
এই পূজা কমিটির সম্পাদক মোহন মারিকের সঙ্গে কথা বলে জানা যায় যে এই মন্দিরটি বহু পুরনো মন্দির । ১৯ ৯৭ সালে ৭ ফেব্রুয়ারি তারিখে এই রক্ষাকালী মন্দিরটি সংস্কার করে হয়। অনেক বড় মন্দির বানানো হয়।
সেই সংস্কারের 25 বছর পুর্তি উপলক্ষে এই মন্দিরে মঙ্গলবার সকাল থেকেই পূজার্চনা হয় বহু মানুষের সমাগম হয়েছিল ।এই পুজোয় উপলক্ষে এলাকার বহু মানুষ পূজার ডালি দিয়েছিল।সন্ধ্যার সময় মাদারাট পঞ্চায়েত অঞ্চলের প্রায় চার থেকে সাড়ে চার হাজার মানুষকে মায়ের মহাভোগ প্রসাদ ফ্রাইড রাইস ও আলুর দম বিতরণ হয়। সবাই রাস্তার ধারে লাইন দিয়ে মায়ের মা ভোগ প্রসাদ খেয়েছেন।
যদিও এই রক্ষাকালী মন্দিরে বাৎসরিক পূজা হয় চৈত্র মাসের শেষের দিকে কিন্তু এই প্রত্যেক বছর ৭ফেব্রুয়ারি সংস্কার উপলক্ষে একটি পূজার্চনা ও ভোগ বিতরণ অনুষ্ঠান হয়। এই পূজারচনায় বহু মানুষের সমাগম হয়।