প্রদীপ কুমার সিংহ :- একদিনের ক্রিকেট প্রতিযোগিতা হলো বারুইপুর আদালত প্রাঙ্গনে।
বারুইপুর আদালত বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের সঙ্গে কথা বলে জানা যায় প্রত্যেক বছরের ন্যায় এ বছরও বারুইপুর কোর্টের উকিল ও কর্মচারীবৃন্দের দু’দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা হয় ।প্রথম দিন বৃহস্পতিবার বারইপুর কোর্টের উকিল কর্মচারী ও ল ক্লার্কদের নিয়ে একটি আট দলীয় একদিনের ক্রিকেট প্রতিযোগিতা হয় ।এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ শুক্রবার সকালে হবে সেইসঙ্গে বেশ কিছু প্রতিযোগিতা হবে পুরুষ মহিলা দের নিয়ে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী 14 ফেব্রুয়ারি বারইপুর আদালতের বাৎসরিক অনুষ্ঠানে।
সেই সঙ্গে বারুইপুর বলরামপুরে ডাক্তার আম্বেদকর বিএড কলেজের বৃহস্পতিবার ক্রীড়া প্রতিযোগিতা হয় ।প্রায় কুড়িটি প্রতিযোগিতা এই দিন অনুষ্ঠিত হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক প্রধান শিক্ষকবৃন্দ। কলেজের ছাত্র-ছাত্রী ছাড়াও কর্মচারীবৃন্দ অতিথি বৃন্দদের জন্য একটি করে প্রতিযোগিতা ছিল এই ক্রিয়া প্রতিযোগিতায়। বিশেষ আকর্ষণ ছিল অতিথিবৃন্দদের ও কলেজের কমিটিবৃন্দদের নিয়ে একটি বাস্কেটবল প্রতিযোগিতা।
তা ছাড়াও এই ক্রীড়া প্রতিযোগিতায় ছিল মহিলাদের ৩০ মিটার দৌড়, বস্তা দৌড়, মিউজিকাল চেয়ার, পুরুষদের ছিল ৩০ মিটার দৌড়, উইকেটে বল ছোঁড়া সহ বিভিন্ন প্রতিযোগী । প্রতিযোগিতায় প্রায় আড়াইশো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
ডক্টর বি আম্বেদকর কলেজের পক্ষ থেকে এই দিন কিছু সাংবাদিককেও সম্বর্ধনা দেয়া হয়।