Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। কাটমানি তোলার অভিযোগ তৃনমূল নেতাদের বিরুদ্ধে ।।

প্রদীপ কুমার মাইতি :- পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট অঞ্চলে তৃণমূলের দুই নেতার নাম সহ ব্লক তৃণমূল সভাপতির নামেও কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার পড়ে, যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় পাঁশকুড়া শহর জুড়ে। যা একপ্রকার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো।


অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে তপন মাইতি ও তাপস চক্রবর্তী নামে দুই তৃণমূল নেতা ২০১৫ সাল থেকে বিভিন্ন ভাবে টাকা তুলে ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায়ের হাতে তুলে দিয়েছে।


আরো অভিযোগ বিভিন্ন প্রকার কাজ পাইয়ে দেওয়া, বেশকিছুজনকে অষ্টমপাশ জাল সার্টিফিকেট তৈরি করে তাঁদের থেকে মোটা টাকা আদায় করা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে কারো কাছে দুই লক্ষ টাকা,বা কারো কাছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে নেওয়ার অভিযোগে পোস্টার পড়ে। যার ফলে পাঁশকুড়া শহর জুড়ে অসস্তিতে পড়তে হয়েছে শাসকদলকে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read