ইন্দ্রজিৎ আইচ :- কলকাতার পার্সোনাল ফাইনান্স প্রফেশনাল জুটি মল্লার মজুমদার ও শিবাজী বসু সম্প্রতি ‘মানি ম্যানেজমেন্ট’ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, শহরের এক পাঁচতারা হোটেলে (পার্ক হোটেলে)।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক চাকরিজীবী, চিকিত্সক, আইনজীবী, প্রবীণ নাগরিক, অবসরপ্রাপ্ত ব্যক্তি, কর্পোরেট এক্সিকিউটিভ এবং ব্যবসায়ী।
অনুষ্ঠানটি দু’ভাগে ভাগ করা হয়েছিলো। প্রথম অংশে মুম্বইয়ের এক বিশিষ্ট বক্তা ‘বিশ্ব মন্দা এবং ভারতের উপর তার প্রভাব’ শীর্ষক তথ্যসমৃদ্ধ এবং মননশীল বক্তব্য পেশ করেন। ভারত শুধুমাত্র অর্থনৈতিক অনুগামী থেকে কীভাবে নিজেই এক বৃহৎ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, তার কৌশলগত দিকগুলি আলোচনা করেছেন তিনি। সেই সঙ্গে তিনি এও দেখিয়েছেন যে, এই উত্তরণ থেকে বিনিয়োগকারীরা কিভাবে উপকৃত হতে পারেন।
এর পরের অংশটির মূল ভিত্তি ছিল ইনফোটেইনমেন্ট। এখানে দর্শক-শ্রোতারা মানি ম্যানেজমেন্ট বিষয়টির সঙ্গে আরেকটু গভীরভাবে পরিচিত হন। ‘ভোলাটিলিটি’, ‘রিস্ক অ্যান্ড রিওয়ার্ড’, ‘অ্যাসেট অ্যালোকেশন’, ‘কম্পাউন্ডিং’, ‘গোল’, ‘ম্যাজিক অ্যান্ড মাইন্ড রিডিং’-এর মাধ্যমে ‘ইনভেস্টমেন্ট’ ও ‘স্পেকুলেশন’ সম্পর্কে কার্যকরী ধারণা দেওয়া হয়।
শিবাজী জানান, মানি ম্যানেজমেন্ট উইথ ম্যাজিক (এমএমএম) এর এই কনসেপ্টটি-র অবতারণা ভারতে এই প্রথম।
এই সেমিনারে পার্সোনাল ফাইন্যান্স কেন গুরুত্বপূর্ণ তাই নিয়ে আলোচনা হয়।প্রাক্তন ব্যাঙ্কার এবং প্রখ্যাত লেখক শিবাজী বোস মানি ম্যানেজমেন্টের জটিল বিষয়টি সম্পর্কে বলতে গিয়ে এক নতুন অভ্যাসের কথা বলেন—CONR
1. C : Client’s interest first
2. O- Open and honest communication
3. N – Neither greed nor fear
4. R- Relationship for a lifetime।
মল্লার মজুমদার (FCMA ও ACS) বিভিন্ন জনপ্রিয় বাণিজ্যিক প্রকাশনার নিয়মিত লেখক, কর্পোরেট প্রশিক্ষক এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে বি-স্কুল ফ্যাকাল্টি, তিনি বলেন, ‘’আমরা টাকা রোজগার করতে যথেষ্ট পরিশ্রম করি, কিন্তু টাকাও আমাদের জন্য অতটা পরিশ্রম করে তো?’’
অনুষ্ঠানের নির্যাস হলো
1. এই অনুষ্ঠানটি বিনিয়োগকারীদের আরও আত্মবিশ্বাসের সঙ্গে আগামীর মুখোমুখি হওয়ার জন্য কার্যকর ধারণা তৈরি করে দিয়েছে।
2. যুব সমাজের সামনে আকর্ষণীয় পেশা হিসেবে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট-এর সম্ভাবনার কথা প্রকাশ পেয়েছে। এটি আর সাধারণ একটা বিষয়-মাত্র নয়, বরং মাল্টি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। শহরের তরুণ প্রজন্মের সামনে এই নতুন দিগন্তের কথা তুলে ধরেছে এই অনুষ্ঠান।
ইনভেস্ট অ্যাফেয়ার্স-এর তরফ থেকে বিনিয়োগকারী ও কেরিয়ারমুখী প্রজন্মের কাছে এই অনুষ্ঠানের মূল বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু এবং অন্যান্য বড় শহরে নিয়মিত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের শহরে সচেতন বিনিয়োগকারী এবং উচ্চাকাঙ্খী তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠানে বিশেষ জোর দিতে হবে। পার্ক হোটেলে এটাই ছিলো
সেমিনার ও আলোচনার মূল বিষয়।