পূর্ব বিবাদের জেরে এক ব্যাবসায়ী দোকান থেকে বাড়ি ফেরার সময় পিছন থেকে আঘাত করার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে।জানা গেছে এই যুবক লোহার রড দিয়ে অনুপ মন্ডল নামের এই ব্যাবসায়ীকে মাথায় আঘাত করায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ।এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পাঁশকুড়ায়।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট অঞ্চলের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন অনুপ মন্ডল।শুক্রবার রাত্রি সাড়ে ১২টা নাগাদ কেশাপাট বাজারের নিজের দোকান থেকে বাড়ি ফিরছিলেন।সেই সময় স্থানীয় সুরজিৎ চক্রবর্তী নামের এক যুবক আচমকা লোহার রড দিয়ে এই ব্যাবসায়ীর মাথায় আঘাত করে।অনুপ মন্ডলের চিৎকার শুনে স্থানীয় মানুষজন ছুটে এলে অভিযুক্ত আসামী ছুটে পালিয়ে যায়, তারপরেই স্থানীয় মানুষজন গুরুতর যখম অবস্থায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলো ঘোষণা করেন।
কেশাপাটের স্থানীয়দের সুত্রে জানা গেছে হামলাকারী যুবকের বাবা রঘুনাথ চক্রবর্তী রাস্তার ওপর ফুলের প্যাকেট রাখার ফলে রাস্তা দিয়ে যাতায়াতে অসুবিধা হয়। ফলে মৃত অনুপ মন্ডল রাস্তার উপর রাখা ফুলের প্যাকেট সরাতে বলেন তাই নিয়ে কথা কাটাকাটি হয়।তারপরেই রঘুনাথ চক্রবর্তী ছেলে সুরজিৎ চক্রবর্তী এই হামলা চালায়।
রাতে অভিযুক্ত সুরজিৎ চক্রবর্তী পাঁশকুড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। আজ সকাল ১০টা নাগাদ ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ এসে রক্তের নমুনা সংগ্রহ করে।