ইন্দ্রজিৎ আইচ :- কলকাতার ১৬৫ নম্বর এ জে সি বোস রোডের সেন্ট জেমস স্কুল কলকাতার একটি জনপ্রিয় স্কুল।বহু বছর ধরে এই স্কুল শিক্ষা জগতে ঐতিহ্য র সাথে শিক্ষা দান করে চলেছে। বহু কৃতি ছাত্র ছাত্রী এই প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠিত হয়েছেন।
সম্প্রতি এই সেন্ট জেমস স্কুল তাদের নতুন শাখা চালু করতে চলেছে ৫২ নম্বর ডায়মন্ড হারবার রোড , ঠাকুর পুকুর বড়িশা র কাছে।
এই স্কুল অক্সফোর্ড মিশন ট্রাস্ট এর সাথে যৌথ ভাবে শিক্ষা দান করবে। এতে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার মান যেমন বৃদ্ধি পাবে তেমন এই স্কুল থেকে পাশ করে বেরিয়ে যে কোন প্রতিযোগিতায় ভালো ফল করবে
এবং তাদের কেরিয়ার এ আরো উন্নতি লাভ করবে। সম্প্রতি সেন্ট জেমস স্কুল ও অক্সফোর্ড মিশন ট্রাস্ট চুক্তি করলো।
সেই উপলক্ষে সেন্ট জেমস স্কুলে এক সাংবাদিক সম্মেলনে সেন্ট জেমস স্কুলের প্রিন্সিপাল ও সেকেটারী ড: টি এইচ আয়ার লান্ড জানালেন আমরা এই প্রথম আমাদের দ্বিতীয় শাখা খুল্লাম। এই স্কুলে মিউজিক এবং গেমস এর যত রকমের ভাগ আছে সেগুলো ছাত্র ছাত্রীদের ট্রেনিং দেওয়া হবে। সাবজেক্ট হিসাবে নতুন কোর্স চালু করা হলো। নার্সারি থেকে ক্লাস সেভেন পর্যন্ত এখানে পড়ানো হবে।
আমাদেরএ যে সি বোস রোডের এই স্কুল ক্লাস টুয়েলভ পর্যন্ত। এই স্কুল ICSC বোর্ড।
চেয়ারম্যান বিশপপরিতোষ ক্যানিং জানান আমরা চাই এই স্কুলের প্রতিটা ছাত্র ছাত্রীদের শিক্ষা, সাস্থ্য ও সংস্কৃতির দিকে নজর দিতে। তাই আমাদের এটা নতুন উদ্যোগ।অক্সফোর্ড মিশন ট্রাস্ট এর সম্পাদক রাঘব নায়ক জানালেন বরিশার এই নতুন শাখা অনেক বড়। এখানে বিরাট মাঠ আছে। অনেক খোলামেলা , যে কোন ছেলে ও মেয়ে শিক্ষার ক্ষেত্রে তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে। এখন প্রতিযোগিতার সময়। তাই আমরা মনে প্রাণে চাই আমাদের এই স্কুল, আমাদের এই উদ্যোগ সার্বিক ভাবে সফলতা লাভ করুক।