প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর শিল্পপতি গৌতম আদানির মধ্যে সম্পর্ক কি জানতে চেয়ে কলকাতার রাস্তায় নামলো কংগ্রেস কর্মীরা।
শনিবার খিদিরপুর মোড়ে দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রথমে ফ্যান্সি মার্কেটের সামনে জমায়েত করে কর্মী সমর্থকেরা,সেখান থেকে মিছিল করে যাওয়া হবে খিদিরপুর মোড়ে।
শিল্পপতি আদানির আর্থিক কেলেঙ্কারীর তদন্ত চেয়ে এবং প্রধানমন্ত্রীকে সংসদে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সকল প্রশ্নের উত্তর প্রদানের দাবি জানিয়েছেন এই আন্দোলনকারীরা।
এই কর্মসূচী থেকে কংগ্রেসীরা জানতে চান যে ব্যক্তি ২০১৪ সালে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ৬০৫ নম্বরে ছিল,সেই ব্যক্তি ২০২৩ সালে সেই তালিকায় তৃতীয় ব্যক্তি হলো কোন জাদু।
বিক্ষোভে বক্তব্য রাখেন দঃ কঃ জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ,কংগ্রেস নেতা আকিব গুলজার, আবু নাসের,প্রদীপ দাস,সৌকত আলি সিদ্দিকী প্রমুখ নেতৃবৃন্দ।