মহিষাদল ফ্যান ক্লাবের আয়োজনে “এম.এল.এ কাপ ” ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল
ব্লু স্টার হলদিয়া।শুক্রবার রাত্রে ঘন কুয়াশার কারনে বন্ধ হয়ে যায় প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচ।শনিবার সকালে সেই খেলা অনুষ্ঠিত হয় ।
প্রদীপ প্রজ্জ্বলন ও ব্যাটে বল মেরে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। এদিন মঞ্চে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, বিশিষ্ট ফুটবলার বিশ্বরূপ দে, ক্রিকেটার অদ্রিশ ব্যানার্জি, জেলাশাসক পূর্ণেন্দু মাজী , কুনাল ঘোষ , নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাদল ব্লকের বিডিও যোগেশচন্দ্র মন্ডল, বিন্দু পালা রাইস মিলে দু’ই ডাইরেক্টর রমেশ চন্দ্র সাঁতরা ও সোমেশ চন্দ্র সাঁতরা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হরিপদ মাইতি, সমাজসেবী দেবাশিস মাইতি ও মহিষাদল পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষগণ।
দিন ও রাত্রির এই ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয় ব্লু স্টার হলদিয়া এবং রানার্স রাজু ইলেভেন গলফ গ্রীন মহিষাদল। চাম্পিয়ান এবং রানার্স দলের হাতে ট্রপি সহ ৭০ হাজার এবং ৫০ হাজার টাকা তুলে দেন বিশিষ্ট ফুটবলার বিশ্বরূপ দে ও এম.এল.এ ফ্যান ক্লাবের সভাপতি ছবি লাল মাইতি। ক্রিকেট টুর্নামেন্ট খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা সিরিজ হয় ব্লুস্টার ইলেভেন ক্লাবের জয় সিং।
শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনের আগে সুবিশাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা খেলার মাঠ থেকে মহিষাদল শহর পরিক্রমা করে। এই পদযাত্রায় যোগ দিয়েছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, এমএলএ ফ্যান ক্লাব এর সভাপতি ছবি লাল মাইতি সহ অন্যান্যরা।