Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। খেজুরীতে শহীদ ক্ষুদিরাম বসুর আগমন স্মরনীয় করার উদ্যোগ ।।

প্রায় ১১৬ বছর আগে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীর ঠাকুরনগর গ্রামের দোল পূর্ণিমার নামযজ্ঞ মেলায় ক্ষুদিরাম বোস এসেছিলেন বিদেশী দ্রব্য বর্জন এবং লাঠিখেলায় উদ্বুদ্ধ করে ইংরেজ শাসকদের বিরুদ্ধে জনমত গঠনে একত্রিত করতে৷

সেই আগমনকে স্মরনীয় অরে রাখতে ঠাকুরনগর পঞ্চায়েত ভবন প্রাঙ্গণে শহীদ ক্ষুদিরামের মর্মর মূর্তি প্রতিস্থাপিত করার লক্ষ্যে ঠাকুরনগর মেলা কমিটি ও মেদিনীপুর সমন্বয় সংস্থার পক্ষ থেকে উদ্যোগী হয়ে আজ ভিত্তি প্রস্তর স্থাপিত হয়৷


ভিত্তি প্রস্তর স্থাপন করেন – মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী ইউনিটের সভাপতি, প্রাক্তন বিধায়ক তথা খেজুরী কলেজের প্রাক্তন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. রামচন্দ্র মন্ডল ৷ উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি ড. বিষ্ণুপদ জানা, সুমননারায়ণ বাকরা, সমরেশ সুবোধ পড়িয়া, মহামায়া গোল, ঠাকুরনগর মেলা কমিটির সভাপতি মহাদেব প্রধান, দেবব্রত গুচ্ছাইত, মহাদেব দাস, বিশ্বজিৎ গুচ্ছাইৎ, শুভাশীষ হাইৎ, প্রাঞ্জল গিরি, স্বপন পন্ডিত, সুব্রত সামন্ত, সত্যব্রত গুচ্ছাইত ও কার্তিক আদক প্রমুখ ব্যক্তিবর্গ৷


আগমী দোল পূর্ণিমা উপলক্ষে ঠাকুরনগর হরিনাম নামযজ্ঞ মেলায় ক্ষুদিরাম-এর মর্মর মূর্তি স্থাপন করা হবে এবং এই উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হবে বলে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read