Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। কলেজের প্রাক্তনদের নিয়ে রক্তদান শিবির ।।

প্রদীপ কুমার সিংহ :- দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে রবিবার রক্তদান শিবির,বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান হয়। ওই কলেজে গৃহে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবাংলা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম দাস ,পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, বারুইপুর কলেজে প্রাক্তন প্রিন্সিপাল সহ প্রাক্তন ছাত্রছাত্রীরা।

এই অনুষ্ঠানে প্রদীপ উজ্জলন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মেমেন্ট ও উত্তরীয় ও ব্যাচ এবং বই দিয়ে সম্বর্ধনা দেয়া হয়। এই দিন প্রায় ৪০ জন প্রাক্তন ছাত্রছাত্রীকে এই সংবর্ধনা দেয়া হয় ।


সেই সঙ্গে বারুইপুর মহকুমা হাসপাতালে সহযোগিতায় রক্ত দান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির হয়।


এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৭০ জন রক্ত দান করেন।


বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন রক্তদান শিবির করা খুবই প্রয়োজন। বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে এই রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির করায় তিনি খুবই আনন্দিত। তিনি প্রত্যেক রক্ত দাতাকে একটি করে গোলাপ উপহার দেন।

পাশাপাশি বারুইপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে শাহজাহান রোডে নিউ বন্ধুর সঙ্গের পরিচালনায় একটি রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবির ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর একটি অনুষ্ঠান হয়। এইরকম ছবিটি সহযোগিতা করে বারুইপুর মহকুমা ব্লাড ব্যাংক।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই রক্ত শিবির এবছর ২৭ বছরে পদার্পণ করে এই নিউ বন্ধু সংঘের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য খাতা পেন,পেন্সিল ও কিছু টাকা সঙ্গে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা দেন। এইসব ছাত্র-ছাত্রীরা যাতে ভালো পরীক্ষা দিয়ে এই এলাকার মুখ উজ্জ্বল করতে পারে সেই শুভেচ্ছা কামনা করে বিশেষ অতিথি বৃন্দরা।

এবারে প্রায় এই এলাকা থেকে ত্রিশ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দেবে সেই সঙ্গে এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলে মোট ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read