Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। লিও ক্লাবের পরিচালনায় সত্যেন মিশ্র স্মৃতি বিজ্ঞান মডেল প্রতিযোগিতা ।।

কাঁথি লিও ক্লাবের উদ্যোগে সোমবার কাঁথি শহরের বিদ্যালয় গুলিকে নিয়ে বিজ্ঞান মডেল প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

স্কুল ডি লাইটের মাঠে অনুষ্ঠিত সত্যেন মিশ্র স্মৃতি বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ১৩টি দল অংশ গ্রহন করে ।প্রতিযোগিতার উদ্বোধন করেন লায়ন্স ডিস্ট্রিক্টের জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্র ।


কাঁথি লিও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সৌমদীপ মান্না,সম্পাদক অনিক গিরি,সৌমেন কামিলা,সৌরভ গিরি,ঋষিতা জানা,অনির্বান মাইতি সহ অন্যান্য লিও সদস্য-সদস্যাদের নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় ।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক প্রদীপ্ত পঞ্চধ্যায়ী,অধ্যাপিকা তিথি মাইতি।পরে পুরস্কার প্রদান অনুষ্ঠান হয় ।অন্যান্যদের সাথে লায়ন্স ক্লাবের প্রাক্তন ট্রেজারার অপূর্ব মুখার্জী উপস্থিত ছিলেন।


কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যাপক প্রদীপ্ত পঞ্চধ্যায়ী তাঁর ভাষনে কাঁথি লিও ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান।বিজ্ঞানের প্রসার ও সুস্থ সমাজ গড়ে তুলতে আরো বেশী করে এমন প্রতিযোগিতার আয়োজন করার আহ্বান জানান।উল্লেখ্য জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্রের বাবা প্রয়াত সত্যেন মিশ্রের স্মৃতিতে আগামী জুলাই মাসে ফের এমন প্রতিযোগিতার আয়োজন করবে কাঁথি লিও ক্লাব।


জানা গেছে এদিনের প্রতিযোগিতায় প্রথম হয়েছে কাঁথি হাইস্কুলের সুপর্ন মন্ডলের টীম,দ্বিতীয় হয়েছে কাঁথি হাইস্কুলের সৈকত মাহাতোর টীম,তৃতীয় কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়ের দেবলিনা মাইতির টীম,চতুর্থ হয়েছে কন্টাই মডেল ইনস্টিটিউশনের আয়ুষ জানার টিম এবং পঞ্চম কাঁথি চন্দ্রামনি ব্রাম্ভ বালিকা বিদ্যালয়ের প্রিয়াঙ্কা সাহুর টিম ।উল্লেখ্য এদিন একই সাথে গত ১৫ আগষ্টে বিদ্যালয় গুলির শোভাযাত্রা প্রতিযোগিতার জয়ী বিদ্যালয় গুলির হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়েছে।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করে সুতনু গিরি

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read