গত ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হয়েছিলেন বহু জওয়ান।সেই শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালো তমলুক গুডলাক ক্লাব।
সোমবার সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচনা করেন মনোরমা সাঁতরা।উল্লেখ্য পুলওয়ামা কান্ডে শহীদ হাওড়ার জওয়ান বাবলু সাঁতরার মা মনোরমা দেবী ।এদিন শহীদ বাবলু সাঁতরার সহ পরিবারের লোকেদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে নিজের ভাষনে বাবলু সাঁতরার মা বলেন চার বছর পরেও নিজের ছেলের অভাব প্রতিমুহূর্তে মনে করেন ।
Author: ekhansangbad
Post Views: ৮৮