Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। গোলাপের দাম আকাশ ছোঁয়া ।।

আজ ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। সেই উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট , দেউলিয়া , গোঁসাইবেড় সহ কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে গোলাপের দাম আজ ছিল আকাশছোঁয়া। এ রাজ্যের মিনিপল ভ্যারাইটির গোলাপ বিক্রি হয়েছে প্রতি পিস ৮ টাকা। সাদা রঙের মিনিপল ১৬ টাকা ও পিঙ্ক রঙের মিনিপল ১৮ টাকা প্রতি পিস দরে বিক্রি হয়েছে। ব্যাঙ্গালোরের ডাচ্ গোলাপ বিক্রি হয়েছে ৩০ টাকা প্রতি পিস।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, চলতি বছরে গোলাপের এই দাম পাওয়ায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলার গোলাপ চাষীরা স্বভাবতই খুশি। তবে পাঁশকুড়ায় রাজ্যের একমাত্র ফুল রাখার হিমঘরটি বন্ধ থাকায় ফুলব্যবসায়ীদের বহুমুখী হিমঘরে ফুল রাখতে হয়েছে। ফলস্বরূপ ফুলরাখা বাবদ খরচ খানিকটা বেড়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read