Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। ভেন্ডার ডেভেলাপমেন্ট প্রকল্পের দুদিনের আলোচনা চক্র ।।

ইন্দ্রজিৎ আইচ :- সল্টলেক স্টেডেল হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো ভেন্ডার দের ডেভেলাপমেন্ট প্রকল্প র উন্নয়ন নিয়ে দুদিনের আলোচনা চক্র।

এই সেমিনার এর উদ্বোধন করেন
এম এম ই জয়েন্ট ডিরেক্টর পি চৌধুরী, পশ্চিমবঙ্গ সরকারের আই এ এস অফিসার ইউ স্বরূপ,
পশ্চিমবঙ্গ সরকারের জয়েন্ট ডিরেক্টর ডি মিত্র।


এই দুদিনের সেমিনার ও আলোচনায় বিভিন্ন ছোটো বড় ব্যাবসাদার অংশ নেয়। এই দিন এক সাংবাদিক সন্মেলনে পি চৌধুরী জানালেন এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গ সরকারের ছোট শিল্প গুলো প্রচার ও প্রসারের লক্ষ্যে দুদিনের এই সেমিনার।


স্টক হোল্ডারদের একসাথে করার জন্য এম এস এম ই মন্ত্রকের একটি উদ্যোগ বলা যেতে পারে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read