পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার পুলিশে বড়সড় সাফল্য।গোপন সুত্রে কভর পেয় গাঁজা পাচারকারীকে ধরতে তৎপর ছিল কাঁথি থানার পুলিশ।
জানা গেছে সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি শহরের একটি বাড়ীতে হানা দেয় পুলিশ। সেই বাড়ী থেকে ৩২ কোজি গাঁজা বাজেয়াপ্ত করে। গাঁজা পাচারকারী ও বাড়ী মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
কাঁথি থানার পুলিশ জানিয়েছে ধৃতরা হল কাঁথি থানার কুমারপুর বাসিন্দা মিলন রাউৎ ও নদিয়া জেলার শিখরপুর গ্রামের তাপস সরকার।
মঙ্গলবার ধৃতদের তমলুক জেলা আদালতে পাঠায় পুলিশ। কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে ১০ দিনের পুলিশ হেফাজত আপিল করেছে। উদ্ধার হওয়া গাঁজা বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। অটো গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ
Author: ekhansangbad
Post Views: ৮৫