প্রদীপ কুমার সিংহ
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা বা প্রেমের দিবস।
প্রেম দিবস মানে কী? শুধু কি কাছের জনকে ভালোবাসা ,শুধু তোমার জন্য, না ভালোবাসা। এই দিনকে অন্যরকম ভাবে ভালোবেসে পালন করা?
বারুইপুরের বেগমপুর নড়িদানা গ্রামে একটি বাগানবাড়িতে মঙ্গলবার সেই প্রশ্নের জবাব দিল ভালবাসার দিনে গ্রামে বসল” ভালোবাসার হাট” আর সেই হাটে গরীব দুস্থ মানুষরা পেলে একটু ভালোবাসার ছোঁয়া, এই ভালোবাসার হাটে তারা বেছে নিলে নিজের পছন্দের জিনিস একদম সম্পূর্ণ বিনামূল্যে।
কোন একদিন যে জিনিস কারোর খুব কাছের ছিল ।এদিন সেই জিনিস হয়ে উঠল ওপর একজনের কাছের। বেগমপুরের নড়িদানা গ্রামে মঙ্গলবার প্রেম দিবস পালন করা হলো ঠিক এইভাবে। স্বপ্ন সন্ধান নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজনে এই ভালবাসার হাট বসেছিল।
বারুইপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাকলি ঘোষ তিনি নিজে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক প্রকল্পের ব্যানার লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। অব্যহার্য জামা – কাপড় নতুন খাতা বই জিনিসপত্র নিয়ে ভালোবাসার হাটে বসায়। হাট থেকে গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া বাসিন্দারা তারা প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করেন ।
আয়োজকদের তরফ থেকে সুমিত মণ্ডল জানান।
ভালোবাসার এই দিনটাকে একটু অন্যভাবে পালন করা হয় সমাজে সকলের মধ্যে ভালোবাসা ছরিয়ে দিতে গান, বাজনা, সাথে কেন্দ্রীয় আয়ুষ্মান পক্ষ থেকে বিনামূল্যে ভেষজ ঔষধ দেওয়া হয় বিনামূল্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিভিন্ন ইস্কুলে শিক্ষক-শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিরা। তবে এই অনুষ্ঠানে যারা এসেছিলেন তারা সবাই খুবই আনন্দিত হয়েছেন যারা চিকিৎসা করেছে তারা বিনামূল্যে অশু তো সংগ্রহ করেছেন। সুমিত মন্ডল আরো বলেন প্রত্যেক মানুষ ভালোবাসার জন্য আজকের দিনে একটা গোলাপ কেন কিন্তু সেই গোলাপের দাম অনেক হওয়ায় দশ টাকা করে অনুদান হিসেবে দিলে একটা লাইব্রেরী তৈরি করা পরিকল্পনা আছে।