পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের অন্তর্গত বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে ওয়াক অফ সম্পত্তি কতিপয় ব্যক্তি অধিগ্রহণ করেছে বলে অভিযোগ ওঠেছে। ওই জায়গা দীর্ঘদিন যাবত সার্বিক উন্নয়নের কাজের জন্য থাকলেও তা দখল করে চাষাবাদ করছে কয়েকজন ব্যক্তি এই মর্মে মুকুন্দপুর গ্রামবাসীর পক্ষ থেকে স্থানীয় রামনগর থানায় ও রামনগর ১ বিডিও অফিসে এমনকি বি এল আর ও অফিসেও তারা অভিযোগ করেছেন। যদিও এখনও পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি বলে জানাচ্ছে মুকুন্দপুর গ্রামের বিশেষ কমিটি।
পূর্ব মেদিনীপুর জেলা ও রামনগর ব্লক জমিয়াতে উলেমা হিন্দের সম্পাদক মৌলানা নজরুল ইসলাম বারে বারে বিভিন্ন জায়গায় জানিয়েছেন তাদের অভিযোগ। তাদের মূল দাবি, ১৩৫ নম্বর খতিয়ানের অন্তর্গত ৭০ ডেসিমাল জায়গার মধ্যে ১৫ ডেসিমাল জায়গা মসজিদের অন্তর্ভুক্ত, বাকি ৫৫ ডেসিমাল জায়গা ওয়াক অফ সম্পত্তি তারা দেশবাসীর উন্নয়নের জন্য স্কুল, সাব সেন্টার ও কবরস্থান, খেলার মাঠ করতে চায়। ওয়াক অফ বোর্ডেও বিষয়টি জানানো হয়েছে। সুষ্ঠু সমাধানের আশায় দিন গুনছে মুকুন্দপুর গ্রামবাসী।
বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদ্যুৎ কর বলেন, আমরা সর্বতোভাবে চেষ্টা করছি এই সমস্যার সমাধানের জন্য। আগামী বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে বসে একটি সমস্যা সমাধান করবেন বলেই আশ্বাস দেন।
মুকুন্দপুর গ্রামের স্থানীয় বাসিন্দা হাজী মমতাজ আলী খান বলেন, আগামী দিনে আমরা চাই এই জায়গা গ্রামের সার্বিক স্বার্থে ব্যবহার করা হোক। কেউ ব্যক্তিগতভাবে যাতে এই ওয়াক অফ সম্পত্তি ব্যবহার না করে। মুকুন্দপুর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই ওয়াক অফ সম্পত্তি এলাকায় গড়ে উঠুক একটি স্বাস্থ্য কেন্দ্র অথবা কবরস্থান এমনকি খেলার মাঠ হয়ে উঠুক। দিলেই প্রকৃতপক্ষে ওয়াক অফ সম্পত্তি সার্বিকভাবে দেশের প্রয়োজনে আসবে। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।