Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।।ছেলে বিজেপি সমর্থকঃ বৃদ্ধা মা বঞ্চিত বার্ধক্য ভাতা থেকে ।।

বয়সের ভারে কোমর নুইয়ে পড়েছে, কোনো প্রকার লাঠি হাতে অতি কষ্টে পথ চলতে হয় তাঁকে।
তিন ছেলে ও এক মেয়ের জন্মদাত্রী মা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জয়রামচক গ্রামের বাসিন্দা ৮০ উর্দ্ধ বয়সী কানন নায়েক।


বড় ছেলের মৃত্যু হয় বছরখানেক আগে,ছোট ছেলের বাড়িতে ঠাঁই মেলেনি তাঁর, কোনোপ্রকার মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন মেজো ছেলের কাছে। আর তাতেই যেন গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে তাঁর জীবন।

চোখের জলে মায়ায় জড়ানো কাতর কন্ঠে বললেন আমায় একটা বার্ধক্য ভাতা করে দাও,আমি ওই টাকায় ওষুধপত্র কিনে খাই একটু।

কানন দেবীর মেজো ছেলে সুকুমার নায়েক চাষবাস করে সংসার চালান, তাঁর অপরাধ সে বিজেপি করে,আর তাঁর অপরাধের শাস্তি ভোগ করছেন তাঁর বৃদ্ধা মা,কারন তাঁকে সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। সামান্য বার্ধক্য ভাতাটুকু জুটলোনা তাঁর কপালে। প্রতিবন্ধী এক মেয়েকে নিয়ে মেজো ছেলের বাড়িতে থাকেন বৃদ্ধা কানন নায়েক। বেশ কয়েক বছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি।


এই বয়সে চিন্তার শেষ নেই তাঁর একদিকে যেমন বয়সের কারনে হাইপ্রেসার,সুগার বাসা বেঁধেছে শরীরে অন্যদিকে প্রতিবন্ধী এক মেয়েকে নিয়ে চিন্তায় দিন কাটছে তাঁর। তবু মেজো ছেলের কাছে লজ্জায় চাইতে পারছেন না তেমন কিছু, কারন কোনোরকম চাষের জমিতে খাটাখাটনি করে সংসার চালায় মেজো ছেলে সুকুমার নায়েক, তিনিও ‌বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য, তাঁকেও বঞ্চিত করা হয়েছে বিজেপি করার কারণে।

৮০ বছর উর্দ্ধ বৃদ্ধা কানন নায়েক আশায় চাতকের মতো তাকিয়েই রয়েছেন সরকারি বার্ধক্য ভাতার দিকে,ওই টাকায় হয়তো একটু ওষুধ,দুধ ফল কিনে খেতে পারতেন তিনি। এই শেষ বয়সে কবে পাবেন বার্ধক্য ভাতা সেই আশায় বুক বাঁধছেন তিনি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read