Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। কলকাতা দূরদর্শনে শুরু হচ্ছে “বাঘমামার ডায়েরি” ।।

কেকা মিত্র :- আগামী ১৯ ফেব্রুয়ারী সকাল নয়টায় কলকাতা দূরদর্শনে শুরু হতে চলেছে ” বাঘমামার ডায়েরি”। বাঘের মুখে বাঘের গল্প – কেউ কখনও শুনেছে কি? সেই সব রঙবাহারী মজাদার গল্পগুলি অ্যানিমেশনের মাধ্যমে জীবন্ত করে তুলে ধরতে চলেছে কলকাতার অন্যতম সুপ্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও এ. এফ. এক্স অ্যানিমেশন ।

শিশু কিশোর সহ আপামর গল্প প্রিয় বাঙালীর মনের চাহিদা পূরণ করতে প্রতি রবিবার নয়টায় খুলবে বাঘমামার ডায়েরি। ডায়েরির পাতায় পাতায় নতুন নতুন গল্প।

বাঘ সিংহ রাজারানী ,রাজকন্যে থেকে রহস্যরোমাঞ্চ। আর আছে দুস্টু মিষ্টি এক ঝাঁক ভূতের ছানা, বাঁশ বাগানের আমুদে ভূতের রাজা আরও কতো কিছু।

আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই অ্যানিমেশন এর ফিল্ম ডিরেক্টর শ্রীমন দাস জানালেন বাঘ মামার ডায়েরি এক কথায় নির্ভেজাল, নির্মল গল্পের মজার সাথে সাথে খানিকটা জীবনের পাঠ। বিনোদনের সাথে কিছুটা ঝালিয়ে নেওয়া কিছুটা সামাজিক মূল্যবোধ।


এ. এফ. এক্স অ্যানিমেশন এই বাঘমামার ডায়েরি টা বানাচ্ছে। ছয় মাস ধরে চলবে এবং প্রতি সপ্তাহে রবিবার সকাল ৯ টা থেকে ৯’৩০ এই অনুষ্ঠান টি দেখানো হবে দূরদর্শনে। বাংলা শিশুকিশোর দর্শকদের কাছে কলকাতা দূরদর্শনের মাধ্যমে উৎকৃষ্ট মানের গল্প উপস্থাপিত করতে এ. এফ. এক্স অ্যানিমেশন অঙ্গীকারবদ্ধ।



আধঘন্টা না হয় সকলে মোবাইল ভুলে, কচিকাঁচা সহ পরিবারের সকলকে সঙ্গে নিয়ে দূরদর্শনের পর্দায় চোখ রাখি প্রতি রবিবার সকাল ৯ টায়। হৈ হৈ করে ফিরে আসুক সেই রবিবারের ছুটি ছুটি আমেজ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read