পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের বৈঁচা উদিত সংঘের উদ্যোগে তারা মা ও শনি মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানের সূচনা হল শনিবার।
এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের কারাগার মন্ত্রী অখিল গিরি। তিনি প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। তিন দিন ধরে চলবে এই উৎসব। রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, কাঁথি পুরসভার উপ পুরপ্রধান সুপ্রকাশ গিরি, বিশিষ্ট সমাজসেবী মির্জা নাসেন হোসেন বেগ, মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি, উপ-প্রধান প্রকাশ রায়চৌধুরী মন্দির পরিচালন সমিতির সভাপতি অশোক নাজির, সম্পাদক তপন নাজির, ও বিশিষ্ট চিকিৎসক কালিপদ মাইতি, বিশিষ্ট সমাজসেবী যাদব বর ও এলাকার বিশিষ্ট ব্যক্তিজনেরা।
স্থানীয় সূত্রের খবর, এলাকায় এই মন্দির খুবই জাগ্রত। তাই আসে পাশে এলাকা থেকে আগত ভক্তদের ভিড় ও ছিল চোখে পড়ার মতো।